শিশুটির চুল-ভ্রু কেটে দিলেন হোটেল মালিক


প্রকাশিত: ০৮:৩০ পিএম, ১৫ আগস্ট ২০১৫

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় সাহাদ আলী (১০) নামে এক শিশু হোটেলে কাজ করতে রাজি না হওয়ায় তার দু’চোখের ভ্রু ও মাথার চুল কেটে বিকৃত করে দিয়েছে এক হোটেল মালিক। এ ঘটনায় হোটেল মালিক কর্মচারী ও সেলুন মালিককে আটক করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় পৌর সদরের কলেজ মসজিদ সংলগ্ন মেগা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে এ ঘটনা ঘটে। সাহাদ আলী আক্কেলপুর উপজেলার তুলসীগঙ্গা নদীর শহর রক্ষা বাঁধের ওপরের সাখিদারপাড়া মহল্লার সহর আলীর ছেলে।

পুলিশ ও সাহাদের পারিবারিক সূত্রে জানা গেছে, শনিবার বিকালে মেগা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে পুনরায় কাজ করতে বলায় সে কাজ করতে রাজি না হওয়ায় সাহাদকে কৌশলে হোটেলের ভেতরে ডেকে নিয়ে আটক করে রাখে ওই হোটেল কর্মচারী রুবেল। পরে সাহাদকে ওই হোটেলের পার্শ্বে অবস্থিত সুমনের সেলুনে নিয়ে গিয়ে জোর করে তার দু’চোখের ভ্রু ও মাথার চুল বিকৃত করে দেয়।

ওই অবস্থায় সাহাদ কাঁদতে কাঁদতে বাড়িতে ফিরে গিয়ে তাকে হোটেলের লোকজনের নির্যাতন করার বিষয়টি অভিভাবকদের খুলে বলে। সব শুনে তার অভিভাবক ও আত্মীয়-স্বজনরা ক্ষোভে ফেটে পড়েন। বিক্ষুব্ধ অভিভাবকরা সন্ধ্যার দিকে ওই হোটেলের সামনে গিয়ে জোর করে সাহাদের দু’চোখের ভ্রু ও মাথার চুল কেটে দেয়ার তীব্র প্রতিবাদ জানাতে থাকেন।

এক পর্যায়ে রাত সাড়ে ৮টার দিকে ঘটনাটি থানা পুলিশকে জানালে তাৎক্ষণিক ওই হোটেলের মালিক আব্দুল মতিন, কর্মচারী রুবেল ও সেলুন মালিক সুমনকে আটক করে। উল্লেখ্য, সাহাদ কিছু দিন আগে ওই হোটেলে কাজ করেছিল।

আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম এ ঘটনার সত্যতা স্বীকার এবং হোটেল মালিকসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।