হারিকেন জ্বালিয়ে লেখাপড়া করে ১৩ গ্রামের শিক্ষার্থীরা
রাঙ্গামাটির বরকল উপজেলার সদর ছাড়া তার আশপাশের ১৩টি গ্রামে এখনো বিদ্যুতের আলো পৌঁছেনি। এ গ্রামগুলোকে বিদ্যুতের আওতায় আনার জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছেন গ্রামবাসী।
গ্রামগুলো হলো- সাক্রাছড়ি, অড়াছড়ি, আইমাছড়া, জগন্নাথছড়া, চাইল্যাতুলি, কলেজ পাড়া, ভুদোছড়া, মরাউজ্জ্যাংছড়ি, লুদিবাঁশছড়া, গরগুরিছড়া, ডাকভাঙ্গা, দেওয়ানচর ও পূর্বকদমতুলি। এসব গ্রামকে বিদ্যুতের আওতায় আনার জন্য নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে দাবি জানিয়ে আসছেন গ্রামবাসী।
গত ৭ অক্টোবর তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালকের কাছে গ্রামবাসীর পক্ষে লিখিত দাবি জানিয়েছেন বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা।
স্থানীয় বাসিন্দা উত্তম কুমার চাকমা বলেন, আমাদের গ্রামে বিদ্যুৎ সংযোগ না থাকায় অনেক কষ্ট হচ্ছে। ছেলে-মেয়েদের পড়ালেখা করতে অসুবিধা হয়। হারিকেন জ্বালিয়ে পড়ালেখা করে আমাদের ছেলে-মেয়েরা।
ভুদোছড়ার গ্রাম প্রধান আনন্দ কুমার চাকমা বলেন, আমাদের গ্রামের মানুষের দীর্ঘদিনের দাবি এখানে যেন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়। কিন্তু বরকল উপজেলা সদরের বাইরে অনেক গ্রামে এখনো বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি। তাই সরকারের কাছে দাবি জানাই যেন আমাদের বিদ্যুতের আলো দেখার সুযোগ করে দেয়া হয়।
বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা বলেন, বরকল উপজেলা সদরের আশেপাশের গ্রামগুলোকে বিদ্যুতের আওতায় আনা হলে মানুষদের জীবনযাত্রার যেমন পরিবর্তন হবে তেমনি সরকারের ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগ দেয়ার উদ্যোগটি সফলতা পাবে।
তিন পার্বত্য জেলা বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উন্নয়ন প্রকল্পের সহকারী প্রকৌশলী মো. নুরুল আলম বলেন, ওসব গ্রামে বিদ্যুৎ দেয়ার জন্য আমাদের কাছে একটি লিখিত আবেদন এসেছে। আবেদনটি প্রকল্পে অন্তর্ভুক্ত করে ওসব গ্রামে বিদ্যুৎ দেয়ার ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, ২০১৫ সালের ৩ ডিসেম্বর বরকল উপজেলা সদরের ১১ কেভি বিদ্যুৎ সংযোগ লাইনের উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। ওই সময় তিনি বলেছিলেন, বরকল উপজেলার বিভিন্ন গ্রামে পর্যায়ক্রমে বিদ্যুৎ সংযোগ দেয়া হবে। কিন্তু তিন বছর পার হলেও এখনো বিদ্যুৎ পায়নি এসব গ্রামের মানুষ।
এএম/জেআইএম