শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন : তারানা হালিম
তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, বর্তমান সরকার ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয়কে জাতীয়করণ করেছে। ৯ বছরে প্রাথমিক ও প্রাক-প্রাথমিক পর্যায়ে মোট ১ লাখ ৯ হাজার ৫৭৮ জন শিক্ষক নিয়োগ ও ১ লাখ ৩ হাজার শিক্ষকের চাকরি জাতীয়করণ করা হয়েছে। আওয়ামী লীগ সরকার শিক্ষকদের পাশে সবসময় ছিল এবং ভবিষতেও থাকবে।
রোববার দুপুরে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
তারানা হালিম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা কথা দিলে কথা রাখেন। তিনি বাংলাদেশকে ডিজিটাল বাংলাদেশে রূপান্তরিত করেছেন। সর্বক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। আগে মাতৃত্বকালীন ছুটি ছিল চার মাস, এখন তা বর্ধিত হয়ে ছয় মাস হয়েছে। ৩০ প্রকারের ওষুধ আমাদের দেশে বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ১৫টি কমিউনিটি বেতার ও ৪৪টি টিভি চ্যানেল সম্প্রচারসহ ঢাকা থেকে ২২১টি পত্রিকা প্রকাশিত হচ্ছে।
সমাবেশে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরুল ইসলাম ভিপি জোয়াহের এবং সাংগঠনিক সম্পাদক ও পৌরসভার মেয়র জামিলুর রহমান মিরন।
জেলা প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতির সভাপতি মো. আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. মনছুর আলী, জেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম.শিবলি সাদিক, প্রাথমিক শিক্ষক কল্যাণ সমিতি গোপালপুর উপজেলা শাখার সভাপতি মো. আব্দুল করিম ও সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন প্রমুখ।
আরিফ উর রহমান টগর/এএম/পিআর