কুঁড়েঘরে মিলল ৭০ হাজার ইয়াবা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ০১:০৭ পিএম, ২১ অক্টোবর ২০১৮

কক্সবাজারের টেকনাফে একটি কুঁড়েঘর থেকে পরিত্যক্ত অবস্থায় ৭০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার হ্নীলার মৌলভীবাজার বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

টেকনাফ-২ বিজিবির কমান্ডার লে. কর্নেল আছাদুদ জামান চৌধুরী জানান, টেকনাফের হ্নীলার মৌলভীবাজার এলাকার একটি ধানখেতে ইয়াবা রয়েছে-এমন খবর পেয়ে বিজিবি সদস্যরা অভিযান চালায়। এ সময় ধানখেতে অবস্থিত একটি কুঁড়েঘর তল্লাশি করে ঘরের একপাশে রাখা ময়লার ভেতর প্লাস্টিকের বস্তা পাওয়া যায়। পরে বস্তাটি খুলে ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত ইয়াবাগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। যা পরবর্তীতে ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

সায়ীদ আলমগীর/আরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।