রামগড়ে যাত্রীবাহী বাস খাদে : আহত ৪০

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ১৫ আগস্ট ২০১৫

খাগড়াছড়ির রামগড়ে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৪০ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জনকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও গুরুতর আহত ৮ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেয়া হয়েছে।

শনিবার বিকেলের দিকে খাগড়াছড়ি থেকে ফেনীর উদ্দ্যেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি জেলার রামগড় উপজেলায় যৌথখামার এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটে।  

আহত যাত্রী মো. আবদুল আজিজ জানান, বাসটি রামগড়ের যৌথ খামার এলাকায় পৌঁছামাত্রই কিছু বুঝে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়।  এতে নারী ও শিশুসহ কমপক্ষে ৪০ জন যাত্রী আহত হন।
 
রামগড় থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইন উদ্দিন খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আশপাশের লোকজন আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনা কবলিত বাসের চালক পলাতক রয়েছে।

এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।