প্রধানমন্ত্রীর ছবি বিকৃতিকারী ছাত্র কিশোর উন্নয়ন কেন্দ্রে
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করার অভিযোগে তথ্য ও প্রযুক্তি আইনে দায়ের হওয়া মামলায় ৭ম শ্রেণির ছাত্র সোহাগ ভূঁইয়াকে (১৪) যশোর কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার বিকেলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক তরুন বাছার এই নির্দেশ দেন।
সোহাগ ভূঁইয়া কাজিরহাট থানার কাজিরাবাদ এলাকার আনিচ ভূঁইয়ার ছেলে এবং কাজীরাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্র।
কাজীরহাট থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এমআর শওকত অনোয়ার জানান, শুক্রবার দুপুর ১২টার দিকে সোহাগ তার মোবাইলের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি বিকৃতি করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করে। বিষয়টি কয়েকজন যুবক জানতে পেরে তাকে মারধর করে নিকটবর্তী আন্দারমানিক ইউনিয়নের চেয়ারম্যানের অস্থায়ী কার্যালয়ে নিয়ে যায়। চেয়ারম্যান বিষয়টি পুলিশকে জানালে সোহাগকে থানায় আনা হয়।
শনিবার দুপুরে সোহাগকে বরিশালে আদালতে সোপর্দ করা হয়।
জেলা পুলিশের কোর্ট ইন্সপেক্টর মোসলেম উদ্দিন জানান, বয়স অনুযায়ী সোহাগকে যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন আদালত।
সাইফ আমীন/এমএএস/আরআইপি