মঠবাড়িয়ায় পানির ট্যাঙ্কে পড়ে শিক্ষার্থীর মৃত্যু


প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৫ আগস্ট ২০১৫

মঠবাড়িয়া পৌর শহরে কেএম লতিফ সুপার মার্কেটের নির্মাণাধীন পানির ট্যাঙ্কে পড়ে ৭ম শ্রেণির ছাত্র মিঠুর (১৩) মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহত মিঠু পাশবর্তী পাথরঘাটা উপজেলার শতকর গ্রামের মৃত ইউনুচ মিয়ার ছেলে ও সোনার বাংলা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। শুক্রবার রাতে  এ ঘটনা ঘটেছে।

পুলিশ শনিবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুর জেলা মর্গে পাঠিয়েছে।

থানা ও পারিবারিক সূত্রে জানাযায়, স্কুলছাত্র মিঠু গতকাল বিকেলে উপজেলার সেনের টিকিকাটা গ্রামে দুলাভাই সৌদি প্রবাসি নাছিরের বাড়িতে বেড়াতে যায়। সন্ধ্যার পর বন্ধুদের সাথে ঘুরতে গেলে অসাবধানতাবসত ওই পানির ট্যাঙ্কে পড়ে যায়। মঠবাড়িয়া থানা পুলিশেল অফিসার ইনচার্জ খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, এ ব্যাপারে মঠবাড়িয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

হাসান মামুন/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।