ববির শোক দিবস পালন


প্রকাশিত: ১২:২৩ পিএম, ১৫ আগস্ট ২০১৫

বিনম্র শ্রদ্ধায় নানা কর্মসূচি পালনের মধ্যদিয়ে জাতীয় শোক দিবস পালন করেছে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা।

শনিবার সকাল ৮টার দিকে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম ইমামুল হকের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় পরিবার কালো ব্যাজ ধারণ করে শোক র্যালি সহকারে বঙ্গবন্ধু উদ্যানে (বেলস পার্ক) স্থাপিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।  

সকাল ৯টার দিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সিটি ক্যাম্পাসের কনফারেন্স রুমে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. মুহসিন উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম ইমামুল হক।

সভার শুরুতে বঙ্গবন্ধু ও তার পরিবারের যে সকল সদস্য ১৫ আগস্ট শাহাদত বরণ করেছেন তাদের রূহের মাগফিরাত কামনায় ১ মিনিট নিরবতা পালন করা হয়।

পরে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির উদ্বোধন করা হয়।

সাইফ আমীন/এমএএস/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।