আজো বাংলাদেশে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়নি : চুমকি
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি বলেছেন, ১৯৭৫ সালের ১৫ আগস্ট একদল বিপদগামী সেনা সদস্যদ বঙ্গবন্ধুকে স্বপরিবারে হত্যা করে নারী উন্নয়নসহ বাংলাদেশের সার্বিক অগ্রগতির গলা চেপে ধরেছিল।
জাতির জনককে স্বপরিবারে হত্যার কারণে আজো বাংলাদেশে নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হয়নি। তখন থেকে পেছনের দিকে চলছিল। হত্যা, সন্ত্রাস, দুর্নীতিতে ছেয়ে গিয়েছিল সারাদেশ। সেখান থেকে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ তার সঠিক নেতৃত্ব ও পরিচয় পেয়েছে।
শনিবার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাৎবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জ পৌর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত শোকর্যালি শেষে আলোচনা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীনতার পরে বঙ্গবন্ধু নারী-পুরুষের সমান অধিকার রেখে সংবিধান প্রণয়ন করেছেন। কিন্তু ষড়যন্ত্রকারীদের বুলেট সে কাজ সম্পন্ন করতে দেয়নি। আজ তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা নারী-পুরুষের সমান অধিকার নিশ্চিত করার কাজ করে যাচ্ছি। ইনশাল্লাহ বাংলাদেশেও নারী-পুরুষের সমান অধিকার প্রতিষ্ঠিত হবে।
পৌর আওয়ামী লীগ সভাপতি আহমেদুল কবিরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ আলম দেওয়ানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন পলাশ, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এসএম নজরুরুল ইসলাম, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আশরাফী মেহেদী হাসান আরো অকেকে। পরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিদেহি আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও বিশেষ মোনাজাত করা হয়।
আব্দুর রহমান আরমান/এমএএস/আরআইপি