জাতীয় ঐক্যফ্রন্টকে সন্দেহ কাদেরের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নোয়াখালী
প্রকাশিত: ০৩:২৪ পিএম, ১৭ অক্টোবর ২০১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সাম্প্রদায়িক অপশক্তি যে দলের হোক, যে রুপের হোক এ অপশক্তিরা হচ্ছে সকল ধর্মের শত্রু। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এ অভিন্ন অপশক্তিকে প্রতিহত করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে এ অপশক্তিকে পরাজিত করে অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ে তুলতে হবে।

বুধবার দুপুরে নোয়াখালীর কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মণ্ডপ পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

জাতীয় ঐক্যফ্রন্ট প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ভোটের আগে এ জোটের নানান কাহিনী বের হবে। তারা মিটিং করবে, ডেটিং করবে। এ জোট আগামী নির্বাচনে অংশ নেবে কি-না অথবা নির্বাচন বানচাল করবে কি-না এটাই এখন সন্দেহ।

এ সময় অন্যান্যের মধ্যে নোয়াখালীর জেলা প্রশাসক তন্ময় দাস, পুলিশ সুপার ইলিয়াস শরিফ, কোম্পানীগঞ্জ পৌর মেয়র আব্দুল কাদের মির্জা প্রমুখ উপস্থিত ছিলেন।

মিজানুর রহমান/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।