বঙ্গবন্ধুর অসাম্প্রদায়িক চেতনা ছড়িয়ে দিতে হবে : অর্থমন্ত্রী
বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন ও তার স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, বঙ্গবন্ধু সারাজীবন ক্ষুধা, দারিদ্রতামুক্ত অসাম্প্রদায়িক সোনার বাংলার স্বপ্ন দেখে গেছেন। বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়ন, তার স্বপ্নের সোনার বংলা গড়ার মাধ্যমেই আমরা জাতির জনকের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জ্ঞাপন করতে পারি। তিনি বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
শনিবার দুপুরে সিলেট নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল মিলনায়তনে জাতীয় শোক দিবস উপলক্ষ্যে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।
জেলা প্রশাসক মো. জয়নাল আবেদীনের সভাপতিত্বে শোক সভায় বক্তব্য রাখেন সাংসদ মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস, সাংসদ আমাতুল কিবরিয়া চৌধুরী কেয়া, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।
এরআগে বাংলাদেশের ইতিহাসের মহানায়কের জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানিয়ে শনিবার সকাল দশটায় জেলা প্রশাসন ও আওয়ামী লীগের উদ্যোগে নগরে শোক র্যালি বের হয়। র্যালিতে প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, জেলা ও মহানগর আওয়ামী লীগসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।
দিবসটি উপলক্ষে নগরের বেশ কয়েকটি স্থানে আলোচনা সভা, মিলাদ মাহফিল, বিনামূল্যে চক্ষুশিবিরসহ বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
ছামির মাহমুদ/এমএএস/আরআইপি