সস্তায় জীবন গেল একই পরিবারের তিনজনের

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:১২ এএম, ১৬ অক্টোবর ২০১৮

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে টাইলস ভর্তি ট্রাক উল্টে একই পরিবারের ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় ৫ জন আহত হয়েছেন। তাদের মির্জাপুরের কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার রাত আনুমানিক পৌনে তিনটার দিকে মহাসড়কের শুভুল্যা নামক স্থানে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার সেখারঞ্জন গ্রামের সটিক মালির ছেলে নিরঞ্জন মালি (৩০), স্ত্রী সাগরি মালি (২৫) ও মেয়ে স্বর্ণা (৮)। তাদের লাশ উদ্ধার করেছে হাসপাতালে পাঠিয়েছে গোড়াই হাইওয়ে পুলিশ। একই ঘটনায় আহতরা হলেন, নিরঞ্জনের আরেক স্ত্রী লিপি, মেয়ে কনা এবং শিল্পী, বেলি ও কনা। তাদের চিকিৎসা চলছে।

পুলিশ জানায়, সোমবার রাতে গাজীপুর থেকে কম ভাড়ায় ক্ষেতলালের উদ্দেশে টাইলস ভর্তি একটি ট্রাকের উপর যাত্রী হয়ে যাচ্ছিলেন তারা। রাত আনুমানিক পৌনে তিনটার দিকে শুভুল্যা নামক স্থানে ট্রাকটি পৌঁছালে মহাসড়কের উপর উল্টে যায়। এতে টাইলসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু এবং ৫ জন আহত হয়। খবর পেয়ে মির্জাপুর থানার টহল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের করে।

মির্জাপুর থানা পুলিশের এসআই মো. ফয়সাল আহমেদ সড়ক দুর্ঘটনায় তিনজন মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

এস এম এরশাদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।