বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়া নিয়ে সংঘর্ষ : নিহত ১


প্রকাশিত: ০৭:৩৭ এএম, ১৫ আগস্ট ২০১৫

কুষ্টিয়ায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দেয়াকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে সবুজ নামের একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন। শনিবার দুপুর সোয়া ১টায় শহরের মজমপুর গেটে এ ঘটনা ঘটে। নিহত সবুজ শহরের ঢাকা ঝালু পাড়া এলাকার মোবারকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা আওয়ামী লীগ শহরের মিলপাড়া এলাকা থেকে এক বিশাল শোক র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মজমপুর বাসস্ট্যান্ডের কাছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সেখানে সমাবেশ করে।

এ সময় কুষ্টিয়া শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের নেতৃত্বে তার কর্মীরা র‌্যালি ও সমাবেশে যোগ দিতে গেলে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষ চলাকালে সেখানে ৩-৪ রাউন্ড গুলিবর্ষণের ঘটনা ঘটে।

দুই পক্ষের মধ্যে প্রায় আধা ঘণ্টা চলে এ সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে গুলিবিদ্ধসহ অন্তত ছয়জন আহত হন। আহতদের মধ্যে শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজের কর্মী সবুজ (২৩), বিদ্যুৎ (৩৮) ও আজমল হোসেনকে (২৮) ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক সবুজকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে চিকিৎসাধীন বিদ্যুৎ ও আজমল হোসেনের অবস্থায়ও আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনাকে কেন্দ্র করে শহরে চরম উত্তেজনা বিরাজ করছে। সকল দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মোমিনুর রহমান মোমিজ নিহত সবুজকে যুবলীগ কর্মী বলে দাবি করেছেন।

আল-মামুন সাগর/এআরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।