মা ইলিশ ধরার অপরাধে ১৫ জনকে জরিমানা


প্রকাশিত: ১১:৩৬ এএম, ০৯ অক্টোবর ২০১৪

বরিশাল জেলার বিষখালী, বুড়ীস্বর, বলেশ্বর নদীতে প্রজনন মৌসুমে মা ইলিশ ধরার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৫ জনকে মামলাসহ ৩৯ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। ৫ অক্টোবর থেকে ৮ অক্টোবর পর্যন্ত মোট ৪ দিন এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

জেলা মৎস্য কর্মকর্তা বঙ্কিম চন্দ্র জানান, ১৫ অক্টোবর পর্যন্ত বিভিন্ন পর্যায়ে অভিযানের পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত রাখবে। ৪ দিনের অভিযানে ৩১৩ কেজি ইলিশ, ৭১ লক্ষ টাকা মূল্যের ২ লক্ষ ৪৯ হাজার মিটার জাল উদ্ধার করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট, মৎস্য কর্মকর্তা ছাড়াও বরিশাল বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ-পরিচালক বজলুর রহমান অভিযানে অংশ নেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।