মা শক্তিশালী হলে সন্তানও শক্তিশালী হবে : তারানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৯:৩৮ পিএম, ১৩ অক্টোবর ২০১৮

তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণের কথা চিন্তা করেন বলেই নারীর ক্ষমতায়নের জন্য কাজ করছেন। নারীদের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করতে নারীদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। মা শক্তিশালী হলে সন্তান ও পরিবার শক্তিশালী হবে, আর দেশ এগিয়ে যাবে।

শনিবার দুপুরে টাঙ্গাইলের নাগরপুর উপজেলার ধুবড়িয়া খেলার মাঠে অনুষ্ঠিত মা সমাবেশে এসব কথা সব বলেন তিনি।

তারানা হালিম বলেন, তৃণমূলের জনগণই আওয়ামী লীগের প্রাণ। শত বাধা ও দুর্যোগ মোকাবেলা করে তারা দলকে ভালোবাসেন। তারাই দলকে এগিয়ে নিচ্ছেন। তাই আগামী নির্বাচনেও ঐক্যবদ্ধভাবে নৌকার পক্ষে কাজ করতে হবে।

ধুবড়িয়া ইউপি চেয়ারম্যান মতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মা সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. রিয়াজ উদ্দিন তালুকদার, যুগ্ম সম্পাদক আনিসুর রহমান, নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাকিরুল ইসলাম উইলিয়াম, সহ-সভাপতি শেখ কামাল হোসেন ও দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লায়ন এম শিবলি সাদিক প্রমুখ।

আরিফ উর রহমান টগর/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।