বৈরী আবহাওয়ায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ০৪:৫৬ পিএম, ১৩ অক্টোবর ২০১৮
ফাইল ছবি

বৈরী আবহাওয়ার কারণে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ রয়েছে। শনিবার দুপুর ১টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ।

কাঁঠালবাড়ী ঘাট সূত্রে জানা গেছে, আকাশ মেঘলা এবং ঝড়ো বাতাস হওয়ায় উত্তাল হয়ে উঠেছে পদ্মা নদী। ফলে মাঝ পদ্মায় লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষের নির্দেশে লঞ্চ চলাচল বন্ধ রেখেছে কাঁঠালবাড়ী ঘাটের লঞ্চ মালিকেরা।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, দুপুর থেকে ঝড়ো বাতাস বইতে থাকলে মাঝ পদ্মা উত্তাল হয়ে ওঠে। এ কারণে দুপুর ১টা থেকে লঞ্চ ও স্পিডবোট চলাচল বন্ধ রাখা হয়েছে। পদ্মা স্বাভাবিক হলে আবার লঞ্চ চলাচল শুরু করবে।

এদিকে আকস্মিক লঞ্চ চলাচল বন্ধ হওয়ায় ঘাট এলাকায় যাত্রীদের ভিড় বেড়েছে।

একেএম নাসুরুল হক/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।