হত্যা মামলার আসামির গুলিবিদ্ধ মরদেহ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি যশোর
প্রকাশিত: ০১:৩২ পিএম, ১৩ অক্টোবর ২০১৮

যশোরে তাইজুল ইসলাম (৩০) নামে হত্যা মামলার এক আসামির গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে শহরের পুরাতন কসবা এলাকার আবদুল গফুর একাডেমির পাশ থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

দুই দল সন্ত্রাসীদের মধ্যে অভ্যন্তরীণ কোন্দলে হত্যাকাণ্ড এই ঘটনা ঘটতে পারে ধারণা করছে পুলিশ। নিহত তাইজুল কাজীপাড়ার সোহাগ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। তিনি শহরের খোলাডাঙ্গা এলাকার হাফিজুর রহমানের ছেলে।

স্থানীয়রা জানায়, সকালে স্থানীয় লোকজন এক যুবকের রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন। এসময় নিহতের মাথার মগজ ও জমাট বাঁধা রক্ত মাটিতে পড়ে ছিল। পরে তারা থানায় খবর পাঠায়।

যশোর কোতোয়ালি থানা পুলিশের উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, সকালে পুলিশ খবর পেয়ে তাইজুলের মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তার বিরুদ্ধে থানায় হত্যাসহ ৭টি মামলা রয়েছে। সন্ত্রাসীদের দুই পক্ষের অভ্যন্তরীণ কোন্দলে খুন হতে পারে বলে ধারণা করা হচ্ছে। নিহত তাইজুল শহরের কাজীপাড়া এলাকার সোহাগ হত্যা মামলার দুই নম্বর আসামি। পুলিশ ঘটনাস্থল থেকে পিস্তল, এক রাউন্ড গুলি, ২০০ পিস ইয়াবা উদ্ধার করেছে।

মিলন রহমান/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।