ধানক্ষেতে যাত্রীবাহী বাস, প্রাণ গেল দুইজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৮:৫৭ পিএম, ১১ অক্টোবর ২০১৮

দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এক প্রভাষকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে বিরল উপজেলার বাজনাহার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- বিরল উপজেলার ধুকুরঝাড়ী মহাবিদ্যালয়ের প্রভাষক ও জেলা শহরের বাহাদুরবাজার এলাকার মনু মিয়ার স্ত্রী আনজুমান আরা বেগম (৪৫) এবং বিরলের শহরগ্রাম এলাকার নজরুল ইসলামের স্ত্রী আকলিমা খাতুন (৪৫)।

স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে ধুকুরঝাড়ী থেকে ছেড়ে যাওয়া একটি যাত্রীবাহী বাস বাজনাহার এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি ধানক্ষেতে পড়ে যায়।

এতে ঘটনাস্থলেই প্রভাষক আনজুমান আরা বেগম নিহত হন। এ ঘটনায় আহত হন ১৫ জন। তাদের উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় আকলিমা খাতুন মারা যান।

বিরল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম গোলাম রসুল বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত দুইজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এমদাদুল হক মিলন/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।