তিতলির কারণে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে পটুয়াখালীতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ১১:২৯ এএম, ১১ অক্টোবর ২০১৮

ঘূর্ণিঝড় তিতলির প্রভাবে পটুয়াখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করছে। বৃহস্পতিবার সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। তবে এখনও কোনো বড় ধরনের ক্ষতির কথা জানা যায়নি। বুধবার থেকে জেলার অভ্যন্তরীণ ও দূরপাল্লার সকল নৌযান চলাচল বন্ধ রেখেছে বিআইডব্লিউটিএ।

একাধিক সূত্র থেকে জানা গেছে, মেঘলা আবহাওয়ার পাশাপাশি জেলার সকল উপজেলায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। এছাড়া ঝড়ের তেমন কোনো প্রভাব নেই।

আবহাওয়া বিভাগের তথ্যমতে, পটুয়াখালীতে সকাল ৯টায় ৪১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ৮৭.৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

পটুয়াখালী আবহাওয়া বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশির আহমেদ হাওলাদার জানান, বিকেল নাগাদ আবহাওয়া পরিবর্তন হতে পারে।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ পরিচালক হৃদয়েশ্বর দত্ত জানান, এখন পর্যন্ত যে পরিমাণ বৃষ্টি হয়েছে তাতে খতির কোনো আশঙ্কা নেই। কিছু কিছু এলাকায় বেড়িবাঁধের সমস্যা রয়েছে তবে মাঠ পর্যায়ে কৃষি বিভাগ কাজ করছে। এখনও কোনো ক্ষতি হয়নি।

জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী জানান, ঘূর্ণিঝড় তিতলি গতকাল দিক পরিবর্তন করে ভারতের উড়িষ্যার দিকে চলে গেছে। আমাদের এখানে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এখানে বৃষ্টি হচ্ছে।

মহিব্বুল্লাহ চৌধুরী/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।