তিতলির প্রভাব নেই পদ্মায়, শিমুলিয়ায় নৌযান চলছে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশিত: ১০:২৭ এএম, ১১ অক্টোবর ২০১৮

ঘূর্ণিঝড় তিতলীর প্রভাবে দূরপাল্লাসহ অন্যান্য নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকলেও কাঁঠালবাড়ি-শিমুলিয়া রুটে স্বাভাবিক রয়েছে। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে কাঁঠালবাড়ি ঘাট থেকে শিমুলিয়ার উদ্দেশে স্পিডবোট ও লঞ্চ ছেড়ে গেছে।

বিআইডব্লিউটিএর কাঁঠালবাড়ী ঘাট সূত্র জানায়, এখানে শুধু গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে থেমে থেমে। এছাড়া ঝড়ের তেমন কোনো প্রভাব নেই। কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটের পদ্মানদী সকাল থেকেই বেশ শান্ত রয়েছে। মাঝ পদ্মায় তেমন ঢেউ না থাকায় লঞ্চ চলাচল স্বাভাবিক রয়েছে।

বিআইডব্লিইটিএর কাঁঠালবাড়ি লঞ্চ ঘাটের ট্রাফিক ইন্সপেক্টর আক্তার হোসেন বলেন, এই নৌরুটে পদ্মানদী স্বাভাবিক রয়েছে। মাঝ পদ্মায় তেমন ঢেউ নেই। এ কারণে আমরা লঞ্চ চলাচল বন্ধ রাখিনি। ঘাটে যাত্রীদের বেশ চাপও রয়েছে। এখানকার পরিস্থিতি খারাপ হলে তখন লঞ্চ চলাচল বন্ধ রাখা হবে।

কাঁঠালবাড়ি ফেরি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম মিয়া জানান, এখানে তিতলির তেমন কোনো প্রভাব পড়েনি। নৌ-চলাচল স্বাভাবিক রয়েছে।

নাসিরুল হক/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।