রায়ের কপি কারাগারে এলে কয়েদি পোশাক পরানো হবে তাদের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গাজীপুর
প্রকাশিত: ০৬:১২ পিএম, ১০ অক্টোবর ২০১৮

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর আদালত থেকে ৩১ আসামিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার বিকেল ৩টার দিকে আসামিরা কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে গিয়ে পৌঁছান। এর আগে সকালে মামলার ৩১ আসামিকে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে আদালতে পাঠানো হয়।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার ১ ও ২ (ভারপ্রাপ্ত)-এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা বলেন, আদালতের রায়ের কপি কারাগারে এসে পৌঁছালে ফাঁসি ও যাবজ্জীবনসহ দণ্ডপ্রাপ্তদের কারাবিধি মোতাবেক কয়েদি পোশাক পরানো হবে।

এর মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ১০ ট্রাক অস্ত্র মামলায় ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি হওয়ায় আগে থেকেই কয়েদি পোশাকে কারাগারে আছেন। তিনি কারাগারে ফাঁসির কনডেম সেলে থাকেন।

দণ্ডপ্রাপ্তদের মধ্যে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এ বন্দি রয়েছেন। এছাড়া বিএনপি নেতা আব্দুস সালাম পিন্টু, হুজি নেতা আরিফ হাসান সুমন ও মাওলানা আব্দুর রউফ, পুলিশের সাবেক আইজি আশরাফুল হুদা ও শহিদুল হক, অতিরিক্ত আইজি খোদা বকস, খালেদা জিয়ার ভাগ্নে লে. কমান্ডার (অব.) সাইফুল ইসলাম ডিউক, সিআইডির সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমীন, এএসপি আব্দুর রশিদ ও মুন্সি আতিকুর রহমান, ঢাকা মহানগর বিএনপির নেতা আরিফুর রহামান আরিফ, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আব্দুর রহিম কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এ বন্দি রয়েছেন। রায়ের কপি কারাগারে আসলে কারাবিধি মোতাবেক তাদেরকেও কয়েদি পোশাক পরানো হবে।

কাশিমপুর কারাগারের জেলার বিকাশ রায়হান বলেন, গ্রেনেড হামলা মামলার ১৭ আসামি এই কারাগারে বন্দি ছিলেন। সকালে তাদের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ঢাকায় আদালতে পাঠানো হয়। বিকেলে তাদের কারাগারে ফেরত আনা হয়েছে।

মো. আমিনুল ইসলাম/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।