নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণ ও গাড়ি ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নারায়ণগঞ্জ
প্রকাশিত: ০২:২৯ পিএম, ১০ অক্টোবর ২০১৮

একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ের পরপরই নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন স্থানে হাতবোমা বিস্ফোরণ ও বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। তবে এ সময় পুলিশ কাউকে আটক বা শনাক্ত করতে পারেনি।

বুধবার দুপুর সাড়ে ১২টায় শহরের বঙ্গবন্ধু সড়কে গলাচিপার সামনে কয়েক দফা হাতবোমার বিস্ফোরণ ঘটে। আর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূইগড়ের রগুনাথপুর এলাকায় হাতবোমা বিস্ফোরণসহ গাড়ি ভাঙচুর করা হয়।

এদিকে বিশৃঙ্খলা এড়াতে শহরের বিভিন্ন স্থানে পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে। আছে সাজোয়া যানও।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবদুর রাজ্জাক জানান, কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে সেটা জানা যায়নি।

শাহাদাৎ হোসেন/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।