গাজীপুরে অপহৃত শিশু নীলফামারীতে উদ্ধার : আটক ২


প্রকাশিত: ১০:৩৬ এএম, ১৪ আগস্ট ২০১৫

১০ লাখ টাকা মুক্তিপণের দাবিতে গাজীপুরের জয়দেবপুর থেকে অপহৃত শিশু আব্দুর রহমান রিয়াদকে (৫) উদ্ধার করেছে র‌্যাব। এ সময় অপহরণের সঙ্গে জড়িত নারীসহ দুইজনকে আটক করা হয়।

বৃহস্পতিবার সন্ধ্যায় র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ইউনিটের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেনের নেতৃত্বে একটি দল ওই শিশুটিকে উদ্ধার করে।

আটকরা হলেন, পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বকদুলঝুলা চটিপাড়া গ্রামের হামিদ উদ্দিন মুন্সির ছেলে জাহিদুল ইসলাম জাহিদ (২৫) ও নীলফামারীর জলঢাকা উপজেলার খারিজা গোলনা ইউনিয়নের মাস্টারপাড়ার গ্রামের মোজাম্মেল হকের স্ত্রী সখিনা বেগম (৫৫)।

শুক্রবার সকাল ১১টায় নীলফামারী র‌্যাব ক্যাম্পে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাব-১৩ নীলফামারী সিপিসি-২ ইউনিটের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আকরামুল হোসেনের নেতৃত্বে একটি দল র‌্যাব ডিমলা উপজেলার তিস্তার নদীর পূর্বছাতনাই তছির এলাকায় অভিযান চালায়।

অভিযানকালে অপহৃত শিশু আব্দুর রহমান রিয়াদকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণের সঙ্গে জড়িত নারীসহ দুইজনকে আটক করা হয় বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।

জাহেদুল ইসলাম/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।