ক্রেতা সেজে জৈন্তাপুরে ম্যাজিস্ট্রেটের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ১০ অক্টোবর ২০১৮

সিলেটের জৈন্তাপুর উপজেলায় অতিথি পাখি নিধন রোধে ব্যতিক্রম উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ অভিনব কায়দায় এ অভিযানে নামেন।

সন্ধ্যা ৭টার দিকে উপজেলার দরবস্ত বাজারের ত্রিমুখীতে ক্রেতা সেজে পাখি ক্রয় করতে যান তিনি। দর কষাকষির একপর্যায়ে হাজির হন একটু দূরে অবস্থান করা অভিযান পরিচালনাকারী দলের অন্য সদস্যরা। এসময় তারা হাতেনাতে ২০টি অতিথি পাখিসহ দুই জন বিক্রেতাকে আটক করে জৈন্তাপুর মডেল থানায় নিয়ে আসেন।

আটকরা হলেন- জৈন্তাপুর উপজেলার দরবস্ত ইউনিয়নের খড়িকাপুঞ্জি গ্রামের মৃত রজব আলীর ছেলে জালাল উদ্দিন (৫৫) ও একই ইউনিয়নের তেলিজুরী গ্রামের আলী আহমদের ছেলে আলা উদ্দিন (৩৫)।

পরে ভ্রাম্যমাণ আদালতের কাছে অপরাধ শিকার করায় জালাল উদ্দিনকে নগদ দুই হাজার টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেয়া হয় এবং আলা উদ্দিনকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারি কমিশনার (ভূমি) মুনতাসির হাসান পলাশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দরবস্ত বাজারে অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়েছে। অতিথি পাখি নিধন বন্ধ করতে এরকম অভিযান নিয়মিত পরিচালনা করা হবে।

ছামির মাহমুদ/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।