ঘুমিয়ে ছিলেন মা-ছেলে, কামড় দিলো সাপ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১০ অক্টোবর ২০১৮

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সাপের কামড়ে অন্তঃসত্ত্বা গৃহবধূ ও তার শিশু সন্তানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ১টার দিকে উপজেলার মাধাইনগর ইউনিয়নের মালশিন গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের ইয়াছিন আলীর স্ত্রী নয় মাসের অন্তঃসত্ত্বা রাবেয়া খাতুন (২৫) ও তার শিশু সন্তান সিয়াম (৪)।

মাধাইনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু হাসান মির্জা জানান, রাতে মা ও ছেলে নিজ ঘরের মেঝেতে ঘুমিয়ে ছিলেন। রাত ১টার দিকে বিষধর সাপ তাদের দুই জনকেই কামড় দেয়। এসময় তারা চিৎকার করতে থাকে। পরে পরিবারের সদস্যরা তাদের দ্রুত তাড়াশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে সাপের বিষের প্রতিষেধক না থাকায় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে ভোর দুই জনেই মারা যান। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

ইউসুফ দেওয়ান রাজু/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।