আমার ছেলের হত্যাকারীদের যেন ফাঁসি হয়

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:৫৫ পিএম, ০৯ অক্টোবর ২০১৮

আগামীকাল বুধবার ভয়াবহ ২১ আগস্ট গ্রেনেড হামলার রায় হবে শুনেই পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা গ্রামের মামুন মৃধার বাবা বললেন, আমার ছেলের হত্যাকারীদের যেন ফাঁসি হয়।

২০০৪ সালের এ ঘটনায় আওয়ামী লীগের আইভি রহমানসহ অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে নিহত হন পটুয়াখালীর দশমিনা উপজেলার আলীপুরা গ্রামের মামুন মৃধা।

নিহত মামুনের বাবা মোতালেব মৃধা জানান, আমার একটি মাত্র ছেলে। হত্যাকারীদের ফাঁসি হলে আমার ছেলের আত্মা শান্তি পাবে। মামুনের মা মোরশেদা বেগম জানান, যারা আমার বুকের ধন মামুনকে হত্যা করছে তাদের আমি মৃত্যুদণ্ড চাই।

১৪ বছর পর সন্তান হত্যার বিচার পাবেন এ খবর শুনে খুশি নিহত মামুনের বাবা-মা। নৃশংস এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের বিচারে তাদের সর্বোচ্চ সাজা হোক এমনটাই দাবি তাদের। এ মামলায় সুষ্ঠু বিচার হলে দেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে বলে মনে করেন তারা।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।