জামালপুরে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা


প্রকাশিত: ০৯:৪৫ এএম, ০৯ অক্টোবর ২০১৪

জামালপুর সদর উপজেলার তিতপল্লা ইউনিয়নের কাষ্টশিঙ্গা গ্রামে যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা করেছে বলে অভিযোগ ওঠেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত স্ত্রীর নাম শিলা (১৮)। এ ঘটনায় ঘাতক স্বামী আল আমিন (২৬) আল আমিন পলাতক রয়েছে।

স্থানীয়রা জানা যায়, দুই বছর আগে জামালপুর সদরের শাকুল্লা গ্রামের আবু বকর সিদ্দিকের মেয়ে শিলা কাষ্টশিঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে আল আমিনের সঙ্গে প্রেম করে বিয়ে করে। বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে আল আমিন শিলাকে চাপ দিতে থাকে। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি ও মারধরের ঘটনা ঘটতো। বুধবার রাতে তাদের মধ্যে কাব-বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে আল আমিন শিলাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়।

পরে খবর পেয়ে পুলিশ সকালে ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।