ছাত্রলীগ নেতাদের বহিষ্কারাদেশ প্রত্যাহারসহ ৩ দফা দাবি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ০৯ অক্টোবর ২০১৮

টাঙ্গাইলের মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অর্ডিন্যান্স বাতিলের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এদিকে বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স বাতিল, যৌন নিপীড়নকারী শিক্ষকের শাস্তি ও ছাত্রলীগের সভাপতিসহ পাঁচ নেতার বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন ছাত্রলীগের নেতারা।

মঙ্গলবার দুপুরে টাঙ্গাইল প্রেস ক্লাব বঙ্গবন্ধু অডিটরিয়ামে সাংবাদিক সম্মেলনে এ দাবি জানান তারা। দাবি না মানলে সাধারণ শিক্ষার্থীরা সকল ক্লাস ও পরীক্ষা বর্জন অব্যাহত রাখবে বলেও আয়োজিত সাংবাদিক সম্মেলন ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে সাময়িক বহিষ্কৃত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের পাঁচ নেতা সভাপতি সজিব তালুকদার, সহ-সভাপতি মো. ইমরান মিয়া, আদ্রিতা পান্না, যুগ্ম-সাধারণ সম্পাদক জাবির ইকবাল ও ইয়াসির আরাফাতসহ সাধারণ সম্পাদক সাইদুর রহমান, ছাত্রলীগের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/আরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।