প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ


প্রকাশিত: ০৭:৩৫ এএম, ১৪ আগস্ট ২০১৫

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের প্রতিকৃতি তৈরি করে এলাকার মানুষের কাছে ব্যাপক পরিচিতি পেয়েছেন নেত্রকোনার বারহাট্টার এক সৌখিন ভাস্কর্য শিল্পী। কাঠ ব্যবহার করে দীর্ঘ ১৫ বছরে নিখুঁতভাবে গড়েছেন স্বাধীনতার মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবয়ব। সম্প্রতি এ ভাস্কর্যটি প্রধানমন্ত্রীর দৃষ্টিতে আনার প্রক্রিয়াও চলছে।

নেত্রকোনার বারহাট্টার পশ্চিম বাজারের ৬১ বছর বয়সী অপেশাদার ভাস্কর্য শিল্পী গোলাম মোস্তফা ১৯৯৭ সালে শুরু করেন বঙ্গবন্ধুর প্রতিকৃতি তৈরির কাজ। নিজের কষ্টার্জিত পয়সায় ১৬ বছর ধরে একটু একটু করে কাঠ সংগ্রহ করে গত চারবছরে তিলে তিলে শেষ করেছেন এ প্রতিকৃতি তৈরির কাজ।



তার প্রতিকৃতিতে বঙ্গবন্ধুকে পাওয়া যায় কখনো সাত মার্চের ভাষণের ভঙ্গিমায়, কখনো চেয়ারে বসা, কখনো দাঁড়ানো কিংবা এদিক ওদিক তাকিয়ে। দর্শনার্থীদের দেখলে যেন মনেই হবে না এগুলো প্রতিকৃতি। যেন এক বঙ্গবন্ধুর জীবন্ত ছবি। বারহাট্টার এই সৌখিন ভাস্কর্য শিল্পীর কুঁড়ে ঘরে জাতির জনকের ভাস্কর্য দেখতে প্রতিদিন ভিড় জমাচ্ছেন এলাকার শত শত মানুষ।



মনের মাধুরি মিশিয়ে তৈরি করা ভাস্কর্যটিকে প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার ইচ্ছার কথা জানান শিল্পী গোলাম মোস্তফা। এছাড়াও তিনি বঙ্গবন্ধু পরিবারের সদস্যদের ছবি, জাতীয় চার নেতা, বীরশ্রেষ্ঠ সাত শহীদসহ শতাধিক ভাস্কর্য তৈরি করেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে এমন ভালবাসার নির্মাণ ভক্তদের আরো উজ্জীবিত করবে বলে জানান ভাস্কর্যটি দেখতে আসা লোকজন।



গত ২৪ ফেব্রুয়ারি এ ভাস্কর্যটি প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহা পরিচালক ইউসুফ হারুন দেখে গেছেন। এছাড়া গত ১৫ মে মন্ত্রী পরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. মাকসুদুর রহমান ভাস্কর্যটি পরিদর্শন করেছেন। ভাস্কর্যটি  প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার প্রক্রিয়া চলছে বলে জাগো নিউজকে জানান নেত্রকোনা জেলা প্রশাসক ড. তরুণ কান্তি শিকদার।

কামাল হোসাইন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।