মাটি কাটতেই বেরিয়ে এলো ৪টি থ্রি নট থ্রি রাইফেল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রংপুর
প্রকাশিত: ০৭:৪২ পিএম, ০৮ অক্টোবর ২০১৮

রংপুরের গঙ্গাচড়ায় পরিত্যক্ত অবস্থায় চারটি থ্রি নট থ্রি রাইফেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বিকেলে উপজেলার মুন্সিপাড়া এলাকা থেকে রাইফেল চারটি উদ্ধার করা হয়।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের আব্দুর রহমানের ছেলে আব্দুস ছোবাহানের বাড়িতে মাটি কাটার সময় চারটি থ্রি নট থ্রি রাইফেল দেখতে পান বাড়ির মালিক। পরে পুলিশকে খবর দিলে পুলিশ এসে রাইফেলগুলো উদ্ধার করে থানায় নিয়ে যায়।

গঙ্গাচড়া থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) এরশাদুল হক বলেন, রাইফেল গুলো উদ্ধার করেছি। প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে এই রাইফেলগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ব্যবহার করা হয়েছিল। এরপর এগুলো ব্যবহার হয়নি।

জিতু কবীর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।