কোটার দাবিতে দিনাজপুরে ট্রেন অবরোধ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:০৬ পিএম, ০৮ অক্টোবর ২০১৮

সরকারি চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০% কোটা বহাল রাখার দাবিতে ‘মুক্তিযোদ্ধা মঞ্চ দিনাজপুর’ ব্যানারে অবরোধ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এ সময় আন্দোলনকারীরা রাজপথ ও রেলপথ অবরোধ করেন। পরে অবশ্য তারা ট্রেনগুলো কিছুক্ষণ আটকে রেখে ছেড়ে দেন।

সোমবার সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ১০টা পর্যন্ত ফুলবাড়ী বাসস্ট্যান্ড রেলগেটে আবস্থান নিয়ে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রুতযান এক্সপ্রেস ও পার্বতীপুর থেকে পঞ্চগড়গামী কাঞ্চন লোকাল ট্রেন অবরোধ করে রাখেন তারা। এ সময় রাস্তার দুই পাশে শত শত যানবাহন আটকা পড়ে।

মুক্তিযোদ্ধা মঞ্চ দিনাজপুরের ব্যানারে ও বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের আহ্বানে কেন্দ্রীয় কমিটির ঘোষণা মোতাবেক এই কর্মসূচি পালিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক অধ্যক্ষ মুক্তিযোদ্ধা সাইফুদ্দিন আকতার, আনোয়ারুল কাদির জুয়েল, এমদাদুল হক চৌধুরী, আব্দুল জলিল ভাদু, মনসুর আলী, আব্দুল মালেক, সহদেব, শাহাজাহান আলীসহ অন্যান্য মুক্তিযোদ্ধা এবং তাদের সন্তানরা।

এমদাদুল হক মিলন/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।