কুমিল্লার সাংসদ বাহারের জয়


প্রকাশিত: ০৪:৪২ এএম, ১৪ আগস্ট ২০১৫

কুমিল্লার সদর আসনের সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহারের দায়ের করা মানহানির একটি মামলায় ইন্ডিপেনডেন্ট টিভির চেয়ারম্যান সালমান এফ রহমানসহ চার সাংবাদিকের বিরুদ্ধে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ দেয়ার নির্দেশ দিয়েছেন কুমিল্লার একটি আদালত। আগামী এক বছরের মধ্যে এ অর্থ বাদীকে প্রদান করতে হবে।

কুমিল্লার প্রথম যুগ্ম জেলা জজ আদালতের বিজ্ঞ বিচারক মীর মো. এমতাজুল হক এ রায় প্রদান করেন। বৃহস্পতিবার সন্ধ্যায় কুমিল্লা টাউন হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মামলাটির বাদী সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ও তার আইনজীবীরা এ কথা জানান।

সাংবাদিক সম্মেলনে বাহার জানান, রায়ে ঘোষিত ১০ কোটি টাকা পেলে তিনি পাঁচ কোটি টাকা কুমিল্লার সাংবাদিকদের কল্যাণ ফান্ডে প্রদান করবেন এবং বাকি পাঁচ কোটি টাকা দিয়ে সাংবাদিকদের মোরাল ডেভেলপমেন্টের জন্য ইনস্টিটিউট নির্মাণ করবেন।

মামলার অভিযোগে জানা যায়, গত বছরের ২৯ সেপ্টেম্বর `বিএনপি-জামাতের অপকর্মের পৃষ্ঠপোষক কয়েকজন মন্ত্রী, এমপি` শিরোনামে ইনডিপেনডেন্ট টেলিভিশনে দিনরাত মিথ্যা, বানোয়াট, উদ্দেশ্য প্রণোদিত ও মানহানিকর সংবাদ প্রচার ও প্রকাশ করে। এতে সাংসদ বাহারের মানহানি হয়। টেলিভিশনে সম্প্রচারিত ওই সংবাদের একটি অংশে কুমিল্লা (দ.)  জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক ও সিটি মেয়র মনিরুল হক সাক্কুকে পৃষ্ঠপোষকতা দিচ্ছেন আওয়ামী লীগের স্থানীয় সংসদ সদস্য আ.ক.ম বাহাউদ্দিন বাহার।

প্রতিবেদনটি দিনরাত প্রচারের সময় বারবার টেলিভিশনের পর্দায় হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহারের ছবি প্রদর্শন করে তাকে জনসম্মুখে হেয়প্রতিপন্ন করা হয়েছে। পরে ওই বছরের ৪ অক্টোরের একটি প্রতিবাদলিপি টেলিভিশনে প্রচারের জন্য দেয়া হলেও তা প্রচার করা হয়নি। এতে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য হাজী আ.ক.ম বাহাউদ্দিন বাহার বাদী হয়ে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের চেয়ারম্যান সালমান এফ. রহমানসহ চারজনের বিরুদ্ধে কুমিল্লার যুগ্ম জেলা জজ প্রথম আদালতে ১০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলাটি দায়ের করেন।

মামলার অন্য বিবাদীরা হলেন, ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের হেড অব নিউজ খালেদ মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার মাহবুব আলম ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার আমানগন্ডা গ্রামের মৃত নূর ইসলামের ছেলে ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের কুমিল্লা প্রতিনিধি এস.এম সোলায়মান। পরবর্তীতে ওই বছরের ১৫ অক্টোবর মামলাটি এডমিট হিয়ারিং শেষে ২৭ নভেম্বর উল্লেখিত বিবাদীদের প্রতি সমন জারির আদেশ প্রদান করা হয়। কিন্তু বিবাদিদের কেউ আদালতে হাজির হননি।

এ মামলার শুনানি শেষে আদালত চলতি বছরের গত ২১ জুলাই মামলার রায় প্রদান করেন এবং ২৭ জুলাই বিবাদীদের বিরুদ্ধে উক্ত টাকা বাদীকে প্রদানের জন্য ডিক্রি জারি করেন। এ বিষয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বলেন, ওই নিউজে কুমিল্লাবাসীসহ আমরা খুব মর্মাহত। সংবাদটি প্রচারের পর টেলিভিশন কর্তৃপক্ষকে এ ব্যাপারে নি:শর্ত ক্ষমা প্রার্থনা করে প্রতিবাদ প্রচারের অনুরোধ জানাই। কিন্তু তারা তা করেনি। ফলে আইনের আশ্রয় নিতে বাধ্য হয়েছি।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাদীপক্ষের নিযুক্ত কৌশলী অ্যাড. মাসুদুর রহমান শিকদার, জেলা আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক শফিকুল ইসলাম শিকদার, আওয়ামী লীগ নেতা আরফানুল হক রিফাত, মহানগর যুবলীগ নেতা আব্দুল্লাহ আল-মাহমুদ সহিদ ও উপজেলা ভাইস-চেয়ারম্যান অ্যাড. আমিনুল ইসলাম টুটুল প্রমুখ।
 
মো. কামাল উদ্দিন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।