প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল গৃহবধূর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কক্সবাজার
প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৭ অক্টোবর ২০১৮
প্রতীকী ছবি

কক্সবাজার পৌর শহরের উত্তর বাহারছড়া এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় সাজেদা আক্তার (৩২) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। শনিবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। সাজেদা ওই এলাকার নজরুল ইসলামের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে বাড়ির সামনে পার্কিং করা প্রাইভেটকারের পেছনে দাঁড়িয়ে ছিলেন সাজেদা। এ সময় চালক গাড়িটি ঘুরানোর জন্য পেছনের দিকে নিয়ে গেলে তার শরীরে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন তিনি। তাৎক্ষণিক তাকে কক্সবাজার সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সায়ীদ আলমগীর/আরএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।