আগামী নির্বাচনে সীমিত আকারে ইভিএমের ব্যবহার হবে : সিইসি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৬:৩৩ পিএম, ০৫ অক্টোবর ২০১৮

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) ব্যবহারের সম্ভাবনা নেই। তবে গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ (আরপিও) সংশোধিত হলে আগামী নির্বাচনে সীমিত আকারে ইভিএমের ব্যবহার হবে।

শুক্রবার বিকেলে সিলেটে উন্নয়ন মেলায় নির্বাচন কমিশনের স্টল পরিদর্শন শেষে ইভিএম ব্যবহার নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সিলেট নগরের সরকারি আলিয়া মাদরাসা মাঠে ‘উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য বাংলাদেশ’ স্লোগানে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার দ্বিতীয় দিনে আজ মেলায় নির্বাচন কমিশনের স্টলে ইভিএমের মাধ্যমে প্রতীকী ভোটগ্রহণ করা হয়। ভোটগ্রহণ শেষে ফলাফল ঘোষণা করা হয়।

ছামির মাহমুদ/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।