টেকনাফে অর্ধকোটি টাকার ইয়াবাসহ আটক ২


প্রকাশিত: ০১:০১ পিএম, ১৩ আগস্ট ২০১৫

টেকনাফে অর্ধকোটি টাকা মূল্যের ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে বর্ডার র্গাড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার সকালে তাদের আটক করা হয়।

৪২ বর্ডার গার্ড ব্যাটালিয়ান অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জাগো নিউজকে জানান, টেকনাফ বিওপি চৌকির নায়েক সুবেদার আবুল কালামের নেতৃত্বে জওয়ানরা নাফ নদীর ১নং সুইচ গেইট সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করে।

আটকরা হলেন, মিয়ানমার মংডু ডেইল পাড়া এলাকার মো. সুলতানের ছেলে মো. আমান উল্লাহ (২৪) ও একই এলাকার মো. ইউনুসের ছেলে মো. ইউসুফ (২০)।

উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ৬০ লাখ টাকা জানিয়ে তিনি বলেন, ইয়াবাসহ আটক মিয়ানমার নাগরিকদের থানায় হস্তান্তর করে মাদক ও বৈদেশিক আইনে মামলা করা হচেছ।

সায়ীদ আলমগীর/এমজেড/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।