একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়ে অপপ্রচার চলছে


প্রকাশিত: ১২:৫৮ পিএম, ১৩ আগস্ট ২০১৫

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেছেন, দেশে এখন স্থিতিশীলতা বিরাজ করছে। অনেক কাজ হয়েছে এবং হচ্ছে। দারিদ্র বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টিতে একটি বাড়ি একটি খামারসহ সরকারের সফল প্রকল্পগুলো নিয়ে উন্নয়ন বিরোধীরা দেশে অপপ্রচার চালাচ্ছেন।

তিনি বলেন, নির্বাচনের পর বিরোধীরা অনেক কথা বলেছেন।  তারা দেশে জ্বালাও-পোড়াও এবং সাধারণ মানুষ হত্যা করে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চালিয়েছেন। কিন্ত পারেনি। যার ফলে দেশে এখন স্থিতিশীলতা বিরাজ করছে।

বৃহস্পতিবার দুপুরে পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বিআরডিবি, সমবায় অধিদফতর এবং একটি বাড়ি একটি খামার প্রকল্পের কার্যক্রমের অগ্রগতি বিষয়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

পাবনা জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দীনের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক চুন্নু, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোশারোফ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার লিটন কুমার সাহা প্রমুখ।

একে জামান/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।