মেহেরপুরে ৪ জঙ্গি সদস্য আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৪:০৪ পিএম, ০৩ অক্টোবর ২০১৮

মেহেরপুরে গোপন বৈঠকের সময় আল্লার দল নামে একটি সংগঠনের চার জঙ্গি সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। বুধবার দুপুরে ডিবি পুলিশ এই তথ্য জানায়। এর আগে মঙ্গলবার রাতে শহরের ফৌজদারী পাড়ার আসমত আলী নামে এক ব্যক্তির বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন-মানিকগঞ্জের চর মুকিবপুর গ্রামের তারা মিয়ার ছেলে আব্দুল হামিদ (৩২), মেহেরপুরের রাধাক্রান্ত্রপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে জাহিদুল ইসলাম (২৫), ঝাউবাড়িয়া গ্রামের শামীম ইসলামের ছেলে টিপু পারভেজ (২২) ও ফতেপুর গ্রামের ইয়ারুল ইসলামের ছেলে সোহেল রানা (২০)। এসময় তাদের কাছ থেকে ৮টি ককটেল, ৩টি পেট্রল বোমা, দেশিয় অস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম ও লিফলেট উদ্ধার করা হয়।

ডিবির ওসি ওবাইদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শহরের ফৌজদারী পাড়ায় অভিযান চালিয়ে গোপন বৈঠকের সময় আল্লার দল নামে একটি জঙ্গি সংগঠনের চার জন সদস্যকে আটক করা হয়। গোপন বৈঠকে ৩০-৪০ জন জঙ্গি সদস্য উপস্থিত ছিলো বলে জানতে পারেন তারা। তবে পুলিশি উপস্থিতি টের পেয়ে বাকি সদস্যরা পালিয়ে গেলেও চার সদস্যকে আটক করা সম্ভব হয়। পরে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে আসা হয়।

পুলিশ ধারণা শহরে বড় কোনো নাশকতা ঘটনার জন্য তারা বৈঠক করছিল।

আসিফ ইকবাল/আরএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।