সাংবাদিককে ছুরিকাঘাত করে গাড়ি থেকে ফেলে দিল ছিনতাইকারীরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুমিল্লা
প্রকাশিত: ১২:০০ এএম, ০৩ অক্টোবর ২০১৮

কুমিল্লা থেকে প্রকাশিত স্থানীয় দৈনিক আমাদের কুমিল্লার স্টাফ রিপোর্টার মাহফুজ নান্টুকে ছিনতাইকারীরা ছুরিকাঘাত করে চলন্ত অটোরিকশা থেকে রাস্তায় ফেলে দিয়েছে। মারাত্মক আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে। মঙ্গলবার বিকেলে কুমিল্লা-বুড়িচং সড়কের মহেষপুর এলাকায় এ ঘটনা ঘটে।

আহত সাংবাদিক মাহফুজ জানান, তার মায়ের পেনশনের টাকা উঠিয়ে কুমিল্লা নগরীর শাসনগাছা থেকে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি যাওয়ার পথে কুমিল্লা-বুড়িচং সড়কের মহেষপুর নামক স্থানে যাত্রীবেশী দুই ছিনতাইকারী তার মাথায় পিস্তল ঠেকিয়ে তাকে ছুরিকাঘাত করে।

একপর্যায়ে তার সঙ্গে থাকা দুটি মোবাইল ফোন ও নগদ টাকা লুটে নিয়ে তাকে চলন্ত গাড়ি থেকে রাস্তায় ফেলে দেয়া হয়। ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তার হাত ও পেটের কিছু অংশ কেটে গেছে।

এ বিষয়ে কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আবু ছালাম মিয়া বলেন, বিষয়টি আমি শুনেছি, বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মো. কামাল উদ্দিন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।