শেরপুরে গৃহবধূর মরদেহ উদ্ধার


প্রকাশিত: ১০:৩৩ এএম, ১৩ আগস্ট ২০১৫

শেরপুরে একটি কিন্ডার গার্ডেন স্কুলের মাঠ থেকে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার পাকুরিয়া ইউনিয়নের শানকিভাঙ্গা গ্রামের অলরাউন্ডার একাডেমির মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

এ ঘটনায় গৃহবধূর স্বামী নালিতাবাড়ী উপজেলার বালুঘাটা ঘুনাপাড়া গ্রামের মঞ্জুরুল ইসলামের বিরুদ্ধে খুনের অভিযোগে মামলা হয়েছে। নিহত গৃহবধূ রেহানা খাতুন গাজীরখামার ইউনিয়নের কাওয়াপেচি গ্রামের মৌলভী আব্দুল মান্নানের মেয়ে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর সঙ্গে দীর্ঘদিন যাবৎ শ্বশুরবাড়ির লোকদের পারিবারিক কলহ চলায় তিনি বাপের বাড়িতে অবস্থান করছিলেন। বুধবার তার মার থাকার পাশের ঘরে তিনি ঘুমিয়ে পড়েন। কিন্তু ভোরে মা তাকে ডাকাডাকি করলে কোনো সাড়া না পেয়ে ঘরে গিয়ে খোঁজাখুঁজি করেও তার দেখা মেলেনি। একপর্যায়ে সকালে তারা জানতে পারেন বাড়ি থেকে একটু দূরে ওই স্কুল মাঠে রেহানার মৃতদেহ পড়ে আছে।

নিহতের বাবা মৌলভী আব্দুল মান্নানের অভিযোগ করে জাগো নিউজকে জানান, স্বামী মঞ্জুরুল ইসলাম কৌশলে ওই আমার মেয়েকে বাড়ি থেকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে শ্বাসরোধে হত্যা করেছে। স্বামীর নির্যাতনের শিকার হয়ে রেহানা আদালতে একটি মামলা দায়ের করে। এতে তাদের সম্পর্কের অবনতি ঘটে। বুধবার সেই মামলায় আদালতে হাজিরা ছিল। উভয়পক্ষে মামলাটি আপস করার জন্য আগামী রোববার বসার কথা ছিল। তিনি বলেন, আমি রেহানা হত্যার বিচার চাই। হত্যাকারীদের ফাঁসি চাই।

সংবাদ পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে হাজির হয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। ঘটনাস্থল পরিদর্শস করেন অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল ওয়ারীশ ও সিনিয়র সহকারী পুলিশ সুপার (সার্কেল) মো. শাহজাহান মিয়া। তাদের উপস্থিতিতেই মরদেহের সুরহতাল তৈরি করা হয়।

পুলিশ কর্মকর্তারা জানান, মরদেহটি উদ্ধারের সময় তার গলায় ওড়না পেঁচানো, কালো দাগ এবং শরীর ভেজা অবস্থায় পাওয়া যায়। প্রায় ২৮ বছর বয়সী ওই গৃহবধূর পড়নে সেসময় পেডিকোট-কামিজের ওপর কালো বোরখা পরিহিত ছিল। তাদের ধারণা, গলায় ওড়ান পেঁচিয়ে পানিতে চুবিয়ে ওই গৃহবধূকে হত্যা করে স্কুল মাঠে ফেলে রাখা হয়।  

শেরপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. শফিক মিয়া জাগো নিউজকে জানান, এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে স্বামীসহ কয়েকজনকে আসামি করে সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

হাকিম বাবুল/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।