পত্রিকা অফিসে দুর্বৃত্তদের আগুন


প্রকাশিত: ১০:১৩ এএম, ১৩ আগস্ট ২০১৫

বরিশাল থেকে প্রকাশিত `দৈনিক দেশ জনপদ পত্রিকা` কার্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে অফিসের প্রবেশদ্বার এবং সাইনবোর্ড পুড়ে গেছে। বৃহস্পতিবার দুপুরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করছেন।

পত্রিকার নির্বাহী সম্পাদক এসএম রফিকুল ইসলাম জানান, কম্পোজের কাজ শেষে কম্পিউটার অপারেটর বায়েজিদ অফিসে ঘুমিয়ে পড়েন। বৃহস্পতিবার ভোরে দ্বিতীয় তলাতে থাকা বাড়ির মালিক মো. আসাদ আগুন দেখতে পান। এ সময় অন্যদের ডেকে আগুন নিয়ন্ত্রণে আনেন।

রফিক আরো জনান, বাড়ির মলিক দেখতে না পেলে ভিতরে ঘুমিয়ে থাকা কম্পিউটার অপারেটর অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হয়ে যেত।

ঘটনাস্থল পরিদর্শন শেষে কেতোয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) সমীরণ মন্ডল জানান, পেট্রল ঢেলে আগুন দেয়া হয়েছে। প্রথমে কাঠের দরজায় পেট্রল ঢেলে আগুন দেয়া হয়। পরে আগুনের লেলিহান শিখা মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে।

তিনি আরো জানান, প্যানাফ্লেক্সের সাইনবোর্ড হওয়ায় তা সহজেই পুড়ে গেছে। ঘটনাস্থলের পাশ থেকে হাফ লিটারের বোতল পাওয়া গেছে। যা থেকে পেট্রলের গন্ধ বের হচ্ছে।

মেট্রোপলিটন পুলিশের উপ-কমশনার গোলাম রউফ খান পিপিএম জানান, ঘটনার পিছনে কারো নাশকতার উদ্দেশ্য থাকলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

সাইফ আমীন/এআরএ/এমআরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।