কিশোরগঞ্জে অপহৃত স্কুলছাত্রকে ঢাকা থেকে উদ্ধার
কিশোরগঞ্জে মুক্তিপণের দাবিতে অপহরণের তিনদিন পর অপূর্ব নামে এক স্কুলছাত্রকে ঢাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। গ্রেফতার করা হয়েছে মূল অপহরণকারী রহিমা আক্তার ও তার ভাই জসিমকে। অপহরণকারী রহিমা ও জসিমের বাড়ি ব্রাম্মনকচুরি এলাকায়।
পুলিশ জানায়, গত মঙ্গলবার বাড়ি থেকে রহস্যজনকভাবে নিখোঁজ হয় কিশোরগঞ্জ সদর উপজেলার ব্রাম্মনকচুরি গ্রামের রথীন্দ্র সরকারের ছেলে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র অপূর্ব। পরদিন মোবাইল ফোনে শিশুটির মায়ের কাছে তিন লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারী রহিমা আক্তার।
খবর পেয়ে কিশোরগঞ্জ মডেল থানা পুলিশ ও গোয়েন্দা পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালায়। মোবাইল ফোনের সূত্র ধরে বৃহস্পতিবার ভোরে ঢাকার মোহাম্মদপুর এলাকার বটতলা পশ্চিম ধানমণ্ডির একটি বাসা থেকে শিশু অপূর্বকে উদ্ধার ও দুই অপহরণকারীকে আটক করে।
এ ব্যাপারে কিশোরগঞ্জ থানায় একটি মামলা হয়েছে।
নূর মোহাম্মদ/এমজেড/এমআরআই