বাবা হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুষ্টিয়া
প্রকাশিত: ০১:২৪ পিএম, ০১ অক্টোবর ২০১৮

কুষ্টিয়ায় বাবাকে হত্যার দায়ে ছেলে বাদশা প্রামানিককে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডাদেশ দিয়েছেন আদালত।

সোমবার দুপুর ১২টায় কুষ্টিয়ার অতিরিক্ত জেলা জজ দ্বিতীয় আদালতের বিচারক মো. আসাদুল্লাহ এ রায় দেন।

আদালত সূত্র জানায়, ২০১৪ সালের ১৭ নভেম্বর জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাহাড়পুর গ্রামের নুরুল ইসলামের ছোট ছেলে বাদশা প্রামানিক ধারালো অস্ত্র দিয়ে তার বাবাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বড় ছেলে রাজা প্রামানিক বাদী হয়ে মিরপুর থানায় মামলা করেন। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক মো. আসাদুল্লাহ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড অনাদায়ে ৫ হাজার টাকা জরিমানা ধার্য করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন।

আল-মামুন সাগর/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।