কুড়িগ্রামের ডিসির বদলির আদেশ প্রত্যাহারের দাবি
কুড়িগ্রামের জেলা প্রশাসক (ডিসি) সুলতানা পারভীনের বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয়রা। রোববার সকালে কুড়িগ্রাম চিলমারী সড়কের উলিপুরের গবার মোড়ে এ কর্মসূচি পালিত হয়। প্রচণ্ড রোদ উপেক্ষা করে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এ কর্মসূচিতে অংশ নেয়।
এ সময় স্থানীয়রা বলেন, জেলা প্রশাসক সুলতানা পারভীন কুড়িগ্রামে যোগদানের পর থেকে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন। রাস্তা থেকে মানুষকে তুলে এনে পুনর্বাসন করেছেন। তিনি একজন নিরহংকার মানুষ। প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী আশ্রয়ণ প্রকল্পে গৃহহীনদের গৃহ নির্মাণের কাজ দ্রুত শেষ করেছেন। তিনি একজন মুক্তিযোদ্ধার সন্তান। মুক্তিযুদ্ধকেন্দ্রিক বিভিন্ন স্থাপনা ও সংস্কার কাজ এগিয়ে নিচ্ছিলেন। পাশাপাশি নতুন প্রজন্মকে এগিয়ে নিতে, মুক্তিযুদ্ধকে পরিচয় করিয়ে দিতে গড়ে তুলেছেন স্বপ্নকুড়ি নামের একটি প্রতিষ্ঠান। তাই সুলতানা পারভীনের বদলির আদেশ প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ জানাই আমরা।
মানববন্ধনে বক্তব্য রাখেন- উলিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার গোলাম মোস্তফা, উলিপুর প্রেস ক্লাবের সভাপতি আবু সাইদ সরকার, বণিক সমিতির সভাপতি সৌমেন্দ্র প্রসাদ পান্ডে, প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি সৈয়দা উম্মে হাবিবা, রেল নৌ-গণযোগাযোগ ও পরিবেশ উন্নয়ন কমিটির সভাপতি আপন আলমগীর ও অনিকেত মাসুম প্রমুখ।
নাজমুল/এএম/পিআর