ব্রাহ্মণবাড়িয়ায় শিক্ষক সমিতির মানববন্ধন


প্রকাশিত: ০৭:৪৮ এএম, ১৩ আগস্ট ২০১৫

শিক্ষা ব্যবস্থা জাতীয়করণসহ এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন ১লা জুলাই ২০১৫ থেকে নতুন জাতীয় বেতন স্কেলে অর্ন্তভুক্ত কারার দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষক সমিতির ব্যানারে স্থানীয় প্রেসক্লাব চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে জেলা শহরের বিভিন্ন স্কুলের শিক্ষক-কর্মচারীরা হাতে বিভিন্ন ব্যানার, প্লে-কার্ড ও ফেস্টুন নিয়ে অংশগ্রহণ করেন।

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শাহেদ আলীর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শাহিদুল ইসলাম, সিনিয়র সহসভাপতি ফরিদ আহমেদ খান, সদর উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন প্রমুখ।

মানবন্ধনে বক্তারা তাদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আবেদন জানিয়ে বলেন, যতদিন পর্যন্ত দাবি না মানা হবে ততদিন পর্যন্ত আন্দোলন চলবে।

আজিজুল আলম সঞ্চয়/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।