শরীয়তপুরে পদ্মার ভাঙনে গৃহহীনদের সহায়তা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশিত: ০৬:২৭ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৮

শরীয়তপুর ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের (ইউকে) উদ্যোগে নড়িয়ায় নদী ভাঙনে গৃহহীনদের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ক্যাম্পাসে এ সহায়তা তুলে দেয়া হয়।

যুক্তরাজ্যভিত্তিক এ সংগঠনের সভাপতি মহসিন উদ্দিন ও সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন পাঁচ লাখ টাকা প্রদান করেন। ওই টাকা গৃহহীন ৩২০ পরিবারের মধ্যে বিতরণ করা হয়। এছাড়া গত ৩ আগস্ট সাধুর বাজার লঞ্চঘাটে মাটি ধসে আটজন নিখোঁজ ব্যক্তির পরিবারকে পাঁচ হাজার টাকা করে দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন- নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিন, কেদারপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইমাম হোসেন দেওয়ান, আওয়ামী লীগ নেতা কাওসার মোল্যা, মিহির চক্রবর্তী ও জেলা পরিষদের সদস্য আলমগীর হোসেন প্রমুখ।

এছাড়া ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের দেয়া ত্রাণ বিতরণ করেছেন শরীয়তপুর-২ আসনের এমপি শওকত আলী। কেদারপুর স্কুল মাঠে ১৮০০ পরিবারকে ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। নড়িয়া শহীদ মিনার চত্বরে ১০০ পরিবারের মাঝে দুই বান্ডিল করে টিন ও ৬ হাজার করে টাকা বিতরণ করা হয়েছে।

মো. ছগির হোসেন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।