সাড়ে ২১ লাখ টাকার স্বর্ণের বারসহ যুবক আটক

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক বেনাপোল (যশোর)
প্রকাশিত: ০৩:৫৬ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

যশোরের বেনাপোল পোর্ট থানার বারপোতা সীমান্ত থেকে পাঁচটি স্বর্ণের বারসহ শফিকুল ইসলাম (২৭) নামে এক যুবককে আটক করেছে বিজিবি। শুক্রবার দুপুর ১২টার দিকে বারোপোতা সীমান্তের পাকা রাস্তার ওপর থেকে তাকে আটক করা হয়।

আটক শফিকুল বেনাপোলের পুটখালী গ্রামের নুর ইসলামের ছেলে।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুল মতিন জানান, এক স্বর্ণ পাচারকারী স্বর্ণের একটি চালান নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাবে- এমন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে পাঁচটি স্বর্ণের বারসহ শফিকুলকে আটক করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক জানান, উদ্ধারকৃত স্বর্ণের বাজার মূল্য ২১ লাখ ৫০ হাজার টাকা। মামলা দিয়ে আটক শফিকুলকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

জামাল হোসেন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।