নেত্রীর জন্মদিনে সিলেট আ.লীগের নতুন কার্যালয়ের যাত্রা শুরু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক সিলেট
প্রকাশিত: ০৯:২০ এএম, ২৮ সেপ্টেম্বর ২০১৮

সিলেট আওয়ামী লীগের কোনো কার্যালয় নেই দীর্ঘদিন ধরে। এ কারণে কার্যালয় ছাড়া সকল রাজনৈতিক ও নির্বাচনী কর্মকাণ্ড পরিচালনা করলেও কেন্দ্রের নির্দেশে নতুন কার্যালয় প্রস্তুত করেছে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ।

আজ শুক্রবার দলীয় সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে এই নতুন কার্যালয়ে কার্যক্রম শুরু করবে সিলেট আওয়ামী লীগ।

সিলেট নগরের সোবানীঘাট এলাকার চালিবন্দরে ইব্রাহিম স্মৃতি সংসদে জেলা ও মহানগর আওয়ামী লীগের এ কার্যালয়ের উদ্বোধন উপলক্ষে বিকেল সাড়ে ৪টায় আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

সূত্র জানায়, গত ৩০ আগস্ট আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নির্দেশে দ্রুত সময়ের মধ্যে এই কার্যালয় প্রস্তুত করেছেন সিলেট আওয়ামী লীগের নেতারা। এই কার্যালয় প্রস্তুতে যাবতীয় ব্যয়ও কেন্দ্র থেকে দেয়া হয়েছে।

কার্যালয় হিসেবে ব্যবহারের জন্য ইব্রাহিম স্মৃতি সংসদকে সংস্কার করে নতুন রূপে সাজানো হয়েছে। সহস্রাধিক বর্গফুটের এই কার্যালয়ে আনা হয়েছে নতুন চেয়ার-টেবিলসহ প্রয়োজনীয় আসবাপত্র।

সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেন, উদ্বোধনের জন্য প্রায় শতভাগ প্রস্তুত আওয়ামী লীগের নতুন কার্যালয়। চলছে শেষ মুহূর্তের পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। এই কার্যালয়ে নেতাকর্মীদের জন্য আনা হয়েছে দুই শতাধিক প্লাস্টিকের চেয়ার, তিনটি টেবিল এবং ১৫টি উন্নতমানের চেয়ার।

সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেন, কেন্দ্রের নির্দেশে দ্রুততম সময়ে আমরা কার্যালয় প্রস্তুত করেছি। ২৮ সেপ্টেম্বর শুক্রবার আমাদের নেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে আমরা এই কার্যালয়ের কার্যক্রম শুরু করব। এখন থেকে দলীয় কার্যক্রম এখান থেকেই পরিচালিত হবে বলে জানান কামরান।

উল্লেখ্য, ২০০৬ সালের ১ ফেব্রুয়ারি গ্রেনেড হামলায় নিহত মহানগর আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইব্রাহিম আলীর নামে এই স্মৃতি সংসদের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভানেত্রী ও তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা। এরপর থেকে কিছুদিন বিভিন্ন কার্যক্রম পরিচালিত হলেও গত কয়েক বছর ধরে সেখানে কোনো কার্যক্রম নেই। কার্যালয়টি বন্ধ ছিল। তাই একে নতুন রূপে সাজানো হয়েছে।

ছামির মাহমুদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।