স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি শেরপুর
প্রকাশিত: ০৪:৫৩ পিএম, ২৭ সেপ্টেম্বর ২০১৮

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার বাকাকুড়া গ্রামের পঞ্চম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের পর হত্যার দায়ে তিন যুবকের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

একই সঙ্গে তাদের এক লাখ টাকা জরিমানার আদেশ দেন আদালত। বৃহস্পতিবার দুপুরে শেরপুর শিশু আদালতের বিচারক মো. আখতারুজ্জামান এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলো- ঝিনাইগাতী বাকাকুড়া গ্রামের ফজল হকের ছেলে আমানুল্লাহ (২৩), হাবিবুর রহমানের ছেলে নূরে আলম (২৮) ও মৃত মজিবর রহমানের ছেলে কালু মিয়া (৩০)। সাজাপ্রাপ্ত মধ্যে কালু মিয়া পলাতক রয়েছে।

এছাড়া আদালতে নির্দোষ প্রমাণিত হওয়ায় এ মামলার অপর তিন আসামি হারুন-অর-রশিদ (৩৬), সুন্দরী বেগম (৩৬) ও আনোয়ার হোসেন আনুকে (১৮) বেকসুর খালাস দেয়া হয়েছে।

আদালতের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু বলেন, ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের পশ্চিম বাকাকুড়া গ্রামের শফিকুল শেখের মেয়ে বিনা আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলে স্থানীয় আমানুল্লাহ।

পরিবার তাদের সম্পর্ক মেনে না নেয়ায় ২০১৬ সালের ৯ জুলাই বিনাকে বাড়ি থেকে ডেকে নিয়ে আমানুল্লাহর হাতে তুলে দেয় স্থানীয় কালু মিয়া। পরে বিনা বেগমকে ধর্ষণ করে এবং মুখে অ্যাসিড ঢেলে শ্বাসরোধে হত্যার পর বাকাকুড়া খালে মরদেহ ফেলে দেয় আমানুল্লাহ।

ওই বছরের ২১ জুলাই খালে তার মরদেহ পাওয়া যায়। ওইদিনই বিনার মা বাদী হয়ে ঝিনাইগাতী থানায় একটি মামলা করেন। তদন্ত শেষে ওই বছরের ২০ অক্টোবর ছয়জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেন ঝিনাইগাতী থানা পুলিশের এসআই আব্দুল করিম। বিচারিক প্রক্রিয়ায় বাদী, চিকিৎসকসহ ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বৃহস্পতিবার মামলার রায় দেন বিচারক।

হাকিম বাবুল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।