মুক্তিকে পুড়িয়ে হত্যা : প্রধান আসামি জাহেদ ডাক্তার গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৮
ফাইল ছবি

পাবনার সাঁথিয়ায় কলেজছাত্রী মুক্তি খাতুনকে পেট্রল ঢেলে পুড়িয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি জাহেদ ডাক্তারকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে সিরাজগঞ্জের শাহজাদপুরের এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, মুক্তিকে পুড়িয়ে হত্যার পর থেকে প্রধান দুই আসামি আব্দুস সালাম ও জাহেদ ডাক্তার পলাতক ছিলেন। বুধবার গ্রেফতার হওয়া জাহেদ ডাক্তারকে সাঁথিয়া থানায় জিজ্ঞাসাবাদের পর আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট সাঁথিয়া উপজেলার নাগডেমরা গ্রামের উন্মুক্ত জলাশয় দখলকে কেন্দ্র করে বিরোধের জেরে আব্দুস সালাম ও জাহেদ ডাক্তারের নেতৃত্বে সশস্ত্র সন্ত্রাসীরা মুক্তিযোদ্ধা মোজ্জাম্মেল হকের বাড়িতে হামলা চালিয়ে মুক্তি খাতুনের গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় গত ২৭ আগস্ট রাত সাড়ে ১২টার দিকে মারা যান তিনি। এ ঘটনার প্রধান আসামি আব্দুস সালাম এখনও পলাতক রয়েছেন।

আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।