চট্টগ্রামে অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৮:২৮ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রাম মহানগর এলাকায় অভিযান চালিয়ে রাস্তার উভয়পাশের ফুটপাত ও নালার উপর থেকে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ সময় ২৮টি অবৈধ রিকশাও জব্দ করেন।

সোমবার (২৪ সেপ্টেম্বর) সকালে পাহাড়তলী থানাধীন সাগরিকা সড়কের জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম থেকে সাগরিকা রাস্তার মোড় পর্যন্ত এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আফিয়া আখতার ও স্পেশাল ম্যাজিস্ট্রেট (যুগ্ম জেলা জজ) জাহানারা ফেরদৌস।

চসিকের গণসংযোগ কর্মকর্তা আবদুর রহিম জাগো নিউজকে বলেন, ‘নগরীর পাহাড়তলী থানাধীন সাগরিকা রোডের জহুর আহম্মদ চৌধুরী স্টেডিয়াম থেকে সাগরিকা রাস্তার মোড় পর্যন্ত রাস্তার উভয় পাশের ফুটপাত ও নালার উপর থেকে শতাধিক অবৈধ স্থাপনা ও দোকানপাট উচ্ছেদ করা হয়। এ সময় ফুটপাতের উপর অবৈধভাবে পেলোডার ও স্কেভেটর রেখে জনদুর্ভোগ সৃষ্টির দায়ে শাহে আমানত অ্যান্ড কোম্পানিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অভিযানে সাগরিকা রোড থেকে জাল টিন প্লেট ব্যবহারের দায়ে ১৫টি ও টিন প্লেটবিহীন ১৩টি রিকশাসহ মোট ২৮টি রিকশা জব্দ করেন ভ্রাম্যমাণ আদালত।’

অভিযানে সহায়তা করেন চসিকের কাউন্সিলর মোরশেদ আকতার চৌধুরী, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং নগর পুলিশ।

জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।